Khoborerchokh logo

গাইবান্ধা সদর থানার লক্ষ্মীপুর-দারিয়াপুর পাকা সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন 350 0

Khoborerchokh logo

গাইবান্ধা সদর থানার লক্ষ্মীপুর-দারিয়াপুর পাকা সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন

ময়নুল  ইসলাম,গাইবান্ধা থেকে:
রোববার  গাইবান্ধা  সদর  উপজেলার  লক্ষ্মীপুরের  বালাঘাট  নামক স্হানে এলাকাবাসীর  আয়োজনে  তরুন,যুবকসহ সাধারন  জনগনের  স্বস্ত: ফুর্ত  অংশ গ্রহনে লক্ষ্মীপুূর-দারিয়াপুর  পাকা সড়কের  সংস্কার কাজ  দ্রুত  সম্পন্ন  করার  দাবিতে  এক  মানববন্ধন  অনুষ্ঠিত  হয়।
অনুষ্ঠিত  মানববন্ধনে  সড়কের  কাজ দ্রুত সম্পন্ন দাবিতে  বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সিপিবির সাধারন  সম্পাদক  মোস্তাফিজুর  রহমান  মুকুল,ইউনিয়ন  সিপিবি নেতা আ: জলিল সরকার,সাংবাদিক ময়নুল ইসলাম,সচেতন নাগরিক জালাল মিয়া, রুবেল  মিয়া,শামীম  মিয়া,বেলাল,মুছা  মিয়া, জাহিদ,মধু,সবুজ,মিলন, সোহান, সাইফুল প্রমুখ।
মানববন্ধন  আয়োজক  কমিটির  সংগঠক নাজমুল  মিয়ার  সঞ্চালোনায়  অনুষ্ঠিত মানববন্ধনে  বক্তাগন  সংক্ষিপ্ত  বক্তব্য  বলেন,  লক্ষ্মীপুর-দারিয়াপুর  প্রায় ৬  কিলোমিটার  পাকা সড়ক। গত  অর্থ  বছরে  দায়িত্বপ্রাপ্ত  ঠিকাদার  প্রতিষ্ঠান  এই  রাস্তার  সংস্কার  কাজ  শুরু  করলেও  গাফিলাতির  কারনে  প্রায়  ৭ মাস  ধরে  বন্ধ রয়েছে। এ এলাকায়  নানা পেশাজীবী  হাজার  হাজার  মানুষের  বসবাস।  কাজ  বন্ধ  থাকায়  যাতায়াতে  বাড়ছে  সীমাহীন  দুর্ভোগ। বিশেষ  করে  অসুস্হ  রোগী, পৌছাতে  ভোগান্তিতে  পড়তে  হচ্ছে। যানবাহন  চলাচল  করছে  ঝুঁকি  নিয়ে।  কখন  জানি  কি  হয়। দূর্ঘটনা  এড়াতে  আতংকে  চলাচল  করছে  রোগী  বহনকারী  পরিবহণ। দেশের  করোনা  প্রাদুর্ভাবের  মুখে  রাস্তার  ধূলোবালী  পরিবেশ  বিষিয়ে  তুলছে। এতে  করে  শিশু  যুবকসহ  আবাল  বৃদ্ধ  বনিতা শ্বাসকষ্টসহ  নানা  রোগে  আক্রান্ত  হচ্ছে।  এলাকাবাসী  এ  দূর্ভোগ  থেকে  দ্রুত  পরিত্রাণ  চায়। অন্যথায়  বৃহত্তর  কর্মসূচী  ঘোষনা  করা  হবে ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com